নিজস্ব প্রতিবেদন : "করোনার চেয়েও ভয়ঙ্কর ভাইরাস তৃণমূল। কবে যাবে বলে দিচ্ছি। এ বছরের ২০ মে-র পর থেকেই চলে যাবে। ভ্যাকসিন এসে গিয়েছে।" এদিন নন্দীগ্রামের সভামঞ্চ থেকে এভাবেই তৃণমূলকে (TMC) আক্রমণ করে কড়া তোপ দাগলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একইসঙ্গে তিনি এদিন ফের দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় ২০০ আসন জিতবে বিজেপি। বলেন, "এখানে হাজার হাজার মানুষ যাঁরা নন্দীগ্রামে (Nandigram) আন্দোলন করেছিলেন, তাঁরা দাম পান না। আমি সকলকে বিজেপিতে স্বাগত জানাচ্ছি। নন্দীগ্রামের সৈনিকরা, রাত জেগে যাঁরা পরিবর্তন এনেছিলেন, আজ তাঁরাই সম্মান পান না। রক্ত দিয়ে ঘাম দিয়ে যাঁরা টিএমসি-কে তৈরি করেছিলেন, আজ তাঁরা বিজেপি-র পাশে। বিজেপির সঙ্গে তাঁরা সোনার বাংলা গড়তে চান। যাঁরা যাঁরা BJP-তে যোগ দিতে চান, তাঁরা সবাই আসুন। ২০০ আসনে জয়লাভ করব। সোনার বাংলা গড়ব।"


আরও পড়ুন, TATA-কে সিঙ্গুরে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব: Mukul Roy


উল্লেখ্য, একা দিলীপ ঘোষ (Dilip Ghosh) নন, এদিন নন্দীগ্রামের সভামঞ্চ থেকে তৃণমূলকে বিঁধে বাংলায় পরিবর্তন আনার ডাক দেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ও (Kailash Vijayvargiya)। তৃণমূলকে (TMC) এদিন ফের 'কয়লা মাফিয়া, গরু মাফিয়া' বলে তোপ দাগেন কৈলাস। বলেন, "বাংলায় কয়লা মাফিয়া টিএমসি। সোনার বাংলা বানানোর বদলে কোলার বাংলা হয়ে গিয়েছে। গরু মাফিয়া টিএমসি। আমার কাছে ভিডিয়ো, ছবি সহ প্রমাণ রয়েছে।"


আরও পড়ুন, '১৮-র উত্তর দেব ১৯-এ', Nandigram-এর সভা থেকে ঘোষণা Suvendu-র


এমনকি পাচারচক্রের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) যোগ রয়েছে বলেও এদিন নাম না করে ফের নিশানা করেন বিজেপি নেতৃত্ব। কড়া আক্রমণ করেন 'ভাইপো'কে। বলেন, "বিনয় মিশ্রর সঙ্গে ভাইপোর যোগ রয়েছে। ভাইপোকে জেলে যেতে হবে। ওদের হঠাতে হবে। এখানে থাকার অধিকার নেই।" দিলীপের সঙ্গে সুর মিলিয়েই বিজেপিকে ক্ষমতায় এনে 'সোনার বাংলা' গড়ার ডাক দেন কৈলাস।