নিজস্ব প্রতিবেদন: চেয়ারম্যানের শপথগ্রহণকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড। বিজেপির সমর্থনে পুরবোর্ড গঠন করল তৃণমূল!পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভার (Kharar Municipality) বিক্ষুদ্ধ কাউন্সিলরদের দল থেকে বহিষ্কার করা হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঠিক? পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভার আসনসংখ্যা ১০। ৮টিতেই জিতেছে তৃণমূল। আর ২ ওয়ার্ড গিয়েছে বিজেপির দখলে। নয়া পুরবোর্ডে চেয়ারম্যান কে হবেন? ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্ন্যাসী দলুইকে মনোনীত করেছিল তৃণমূল নেতৃত্ব। এদিন চেয়ারম্যান পদে শপথ নেওয়ার কথা ছিল তাঁর।


আরও পড়ুন: Kidnap: 'টুকরো টুকরো কেটে পাঠিয়ে দেব', পরিচিতের সাথে আড়াই বছরের মেয়েকে ছেড়েছিল মা, পরের ঘটনা ভয়ঙ্কর!


এদিকে দলের মনোনীত চেয়ারম্যানকে মানতে নারাজ তৃণমূল কাউন্সিলদেরই একাংশ। পুরসভার সামনে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছয়, যে শপথগ্রহণ অনুষ্ঠান কার্যত ভন্ডুল হয়ে যায়! তাহলে চেয়ারম্যান কে হবেন? দল যাকে মনোনীত করেছে, সেই সন্ন্যাসী দলুই নাকি খড়ার শহর তৃণমূল সভাপতি, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অদ্যুৎ মন্ডল? ভোটাভুটির সিদ্ধান্ত হয়।


আরও পড়ুন: 2022 First Bay Of Bengal Cyclone: বাংলায় আছড়ে পড়তে চলেছে বছরের প্রথম ঘূর্ণিঝড়? স্পষ্ট জানাল আবহাওয়া দফতর


দুই বিজেপি কাউন্সিলরের সমর্থনে খড়ার পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হন অদ্যুৎ মণ্ডল।  তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিষ হুদাইত বলেছিলেন, 'এই ঘটনা নিন্দনীয়। দল সমর্থন করে না। যাঁরা এটা করল, তাঁরা তৃণমূলে থাকবে কিনা, সেটা ভেবে দেখতে হবে। গোটা বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানিয়েছি'। শেষপর্যন্ত 'বিক্ষুদ্ধ' কাউন্সিলরদের বহিষ্কার করল তৃণমূল।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)