নিজস্ব প্রতিবেদন: ত্রিপুরায় ধাক্কা খাওয়ার পরও শিক্ষা হচ্ছে না তৃণমূলের। টুইটারে এভাবেই তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার বার্ণপুর বাসস্ট্য়ান্ডে এক চা চক্রে যোগ দেন রাজ্য বিজপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সেই কর্মসূচি শেষ করে গাড়িতে ওঠার পরও দিলীপবাবুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান কিছু তৃণমূল কর্মী। ওঠে খেলা হবে স্লোগান। ওই ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। বলেন, তৃণমূলের লোকজন মানে গুন্ডা। এখানে কথা নেই বার্তা নেই তৃণমূলের লোক ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। নিজেদের কাজটা করুন। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাব, তেলের দাম কমান, চারদিকে দুর্নীতি, পুলিসে নিয়োগে অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি, নার্সরা অনশনে বসে রয়েছে। এসব দেখুন।



এনিয়ে টুইট করেও ক্ষোভ উগরে দেন বিজেপি নেত্রী। এক টুইটে তিনি লেখেন, ত্রিপুরায় ওদের শিক্ষা হয়েছে। তারপরেও ওদের লজ্জা নেই। টিএমসি বদলাবে না। আসল ইস্যু থেকে কেন দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন ম্য়াডাম? বহাংলার মানুষের জন্য দয়া করে তেলের দাম কমান।


আরও পড়ুন-  Halisahar: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ওসি বদল; ফের পরপর চুরি বীজপুরে, আতঙ্কে ব্যবসায়ীরা


ত্রিপুরায় পুরভোটের লড়াইয়ে বিজেপিকে যথেষ্ট বেগ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, সায়নী ঘোষ-সহ দলের একাধিক নেতা সেখানে প্রচারে ঝড় তোলার চেষ্টা করেছেন। এর মধ্য়েই সোমবার আগরতলায় গ্রেফতার করা হয় সায়নী ঘোষকে। এনিয়ে তোলপাড় হয় আগরতলা। এর পাশাপাশি সুপ্রিম কোর্টে ত্রিপুরা পুরভোট স্থগিতের আর্জি ধোপে টেকেনি। এনিয়ে সরব বিজেপি। এনিয়ে ত্রিপুরা বিজেপির মুখপাত্র পাপিয়া দত্ত বলেন, পুরভোটে সবকটি আসনেই জিতবে বিজেপি। গতকালই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এরাজ্য গণতন্ত্রের পরিপন্থী কোনও কাজ চলছে না। তাই ভোট যথা সময়েই হবে। আগামিকাল ভোট। ফলপ্রকাশ হবে ২৮ নভেম্বর। কিন্তু গতকালই সুপ্রিম কোর্টের দরজায় বিরোধীদের পরাজয় হয়ে গিয়েছে।        



Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)