নিজস্ব প্রতিবেদন:  তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। চলছে বেপরোয়া ইটবৃষ্টি, বোমাবাজি।  ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে মুর্শিদাবাদের কান্দি ব্লক অফিস চত্বর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ‘সুপ্রিম’ নির্দেশে PTTI মামলায় বড় জয় মামলাকারীদের, ১২ সপ্তাহের মধ্যেই নিয়োগ


বৃহস্পতিবার  কান্দি ব্লক অফিসে তৃণমূলও  যুব তৃণমূল সমর্থকদের  মধ্যে টেন্ডার নিয়ে ঝামেলা হয়। দুপক্ষের কথা কাটাকাটি হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, আচমকাই একপক্ষের তরফে ইটবৃষ্টি শুরু হয়। প্রতিরোধ গড়ে তুলতে পাল্টা বোমাবাজি শুরু করে অপর পক্ষ।  বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন: মায়ের সঙ্গে ঝগড়া, অভিমানে আত্মঘাতী স্কুল শিক্ষিকা


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিস। তবে এলাকায় প্রথমে পুলিসকেও বাধা দেওয়া হয়। পরে পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে, ফসল কাটাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের মাড়গ্রাম এলাকায়। সেখানেও চলে বেপরোয়া বোমাবাজি।