জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনাস্থা-বিতর্কে বৃহস্পতিবারও লোকসভা (Lok Sabha) বেশ সরগরম হয়েছে। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) 'অসংসদীয় আচরণ'-এর অভিযোগে সাসপেন্ড হয়েছেন। এদিন সাংসদ দেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) বনাম অধীর গরমাগরম 'ওয়ান ইজ-টু-ওয়ান'! এবার আসরে নেমে পড়ল তৃণমূল কংগ্রেসও। যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) অধীর ও মোদীকে বিঁধেই ট্যুইট করেছেন। দেবাংশুর ট্যুইট ঘিরেই রাজনৈতিক লড়াইয়ে নতুন রং লাগল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার আসা যাক এদিনের লোকসভার হাইলাইটসে। তাহলেই পরিষ্কার হয়ে যাবে কেন তৃণমূল মিসাইল ছুড়ল রাতে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী (Pralhad Joshi) অধীরকে সাসপেন্ড করার প্রস্তাব দিয়েছিলেন। এদিন অনাস্থা প্রস্তাবের আলোচনা ছেড়ে অনেক আগেই বেরিয়ে গিয়েছিল কংগ্রেস। সংসদে কয়েকজন মাত্র বিরোধী সাংসদই উপস্থিত ছিলেন। অধীরের বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাবও পাশ হয়ে যায়। 


আরও পড়ুন: Modi on Manipur: মণিপুর নিয়ে ভাষণে মোদীর চাঁদমারি I.N.D.I.A


ঘটনাচক্রে এদিন মোদী তাঁর লম্বা ভাষণের অধিকাংশ সময়টাই, তাঁর সরকারের কাজের খতিয়ান দিতে ব্যস্ত ছিলেন। মণিপুর নিয়ে অনেক পরে তিনি বক্তব্য রেখে জ্বলন্ত রাজ্যে শান্তি ফিরিয়ে আনার ব্যাপার আশ্বস্ত করেন। মোদীর বক্তব্যের প্রেক্ষিতে অধীর সরাসরি আক্রমণ করে বলেছেন যে, তাঁকে ওয়াক আউট করতেই হত। মণিপুর নিয়ে মোদীর দীর্ঘ নীরবতা দেখে তিনি প্রধানমন্ত্রীকে নতুন 'নীরব মোদী' বলেই আখ্যা দিয়েছেন।



অন্যদিকে মোদী অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে একাধিকবার অধীরকে টার্গেট করেছিলেন। মোদী এদিন বলেছেন যে, অধীরকে সাইডলাইন করছে তাঁর দলই। প্রশ্ন তুলেছেন, বাংলা থেকে ফোন আসার পরেই কি তাঁকে একঘরে করা হয়েছে? পাশাপাশি মোদী এও তোপ দেগেছেন যে, অধীর 'গুড়'-কে 'গোবর' করেছেন। কংগ্রেস এবং তৃণমূলের জোট নিয়েই কটাক্ষ করেছেন মোদী।  এসব দেখেই দেবাংশু লেখেন, 'বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে লোকসভা থেকে সাসপেন্ড করার ঘটনা নিন্দনীয়। সরকারি পক্ষের মস্তিষ্ক বিভ্রাট ঘটেছে, তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাসপেন্ড হওয়া ব্যক্তি আরও মন দিয়ে রাজ্যে বিজেপির সঙ্গে গোপন ভালোবাসা চালিয়ে যান! আর কেন্দ্রীয় স্তরে এভাবেই প্রতিদান পেতে থাকুন!' 


মোদীর এদিন তাঁর লম্বা ভাষণে, অধীরকে ক্রমাগত আক্রমণ যে আক্রমণ করেছেন, তা দেখে রাজনৈতিক মহলের একাংশ বলেছে যে, বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মোদীর বক্তব্যের পরেই অধীরের সাসপেনশন নিয়েও অনেকে দুয়ে দুয়ে চার করেছেন। অন্যদিকে প্রিভিলেজ কমিটির রিপোর্ট জমা না পড়া পর্যন্ত সাসপেন্ড থাকবেন অধীর।



আরও পড়ুন:  RBI Governor: ২০০০ টাকার নোট নিয়ে বড় ঘোষণা RBI গভর্নরের! বাজারে আসবে নতুন নোট?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)