ওয়েব ডেস্ক: হনুমান জয়ন্তীতেও অস্ত্রের ঝনঝনানি। এবার অস্ত্র মিছিলে পা মেলালেন তৃণমূল নেতা। বাঁশবেড়িয়া পুরসভার কাউন্সিলর অমিত ঘোষকে হাঁটতে দেখা গেল মিছিলে। সাফ জানালেন অস্ত্র হাতে মিছিলকারীদের পাশেই আছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



অস্ত্র হাতে মিছিল করায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্যধারায় মামলা করেছে পুলিস। এমন মিছিল যে তাঁর সরকার বরদাস্ত করবে না সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু দলের নেত্রীর কথা থোড়াই কেয়ার বাঁশবেড়িয়ার তৃণমূল কাউন্সিলরের। হনুমান জয়ন্তীর অস্ত্র মিছিলে রীতিমতো দাপিয়ে বেড়ালেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমিত ঘোষ।




মিল কলোনির হনুমান মন্দির থেকে অস্ত্র মিছিল শুরু হয়। বাঁশবেড়িয়া দাপিয়ে শেষ হয় ঝুলুনিয়া পুলিস ফাঁড়ির কাছে। হাজার পনেরো মানুষের মিছিলে সকলের হাতেই ছিল অস্ত্র। এদের পাশে তিনি আছেন, থাকবেন। সর্গব ঘোষণা অমিতবাবুর।



মিছিল শেষে শুরু হয় বোমাবাজি। গুরুতর জখম ৬জনকে ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। তবে, শুধু বাঁশবেড়িয়ার তৃণমূল কাউন্সিলর নয়। এর আগেও অস্ত্রমিছিল হাঁটতে দেখা গেছে আসানসোল পুরনিগমের মেয়র জিতেন তিওয়ারিকেও। নেত্রীর নির্দেশ অগ্রাহ্য করে কেন অস্ত্র মিছিলে তৃণমূল নেতারা? প্রশ্ন দলের অন্দরেই। (আরও পড়ুন- রামমন্দির নিয়ে দ্বিধাবিভক্ত গেরুয়া শিবির)