ওয়েব ডেস্ক : কোচবিহারে শুটআউট। বাড়ি ঢুকে ব্যবসায়ীর কপালে বন্দুক ঠেকিয়ে, গুলি করে খুনে নাম জড়াল স্থানীয় তৃণমূল নেতা ওমর আলির। তীব্র উত্তেজনা কোচবিহার শহর সংলগ্ন টাকাগছ অঞ্চলের কামিনীরঘাট এলাকায়। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় অভিযুক্তের দোকান ও বাড়িতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মৃতের পরিবারের দাবি, ওমর আলিই নিজে গুলি চালায়। সঙ্গে ছিল আলম নামে এক যুবক। অভিযোগ, রাত দুটো নাগাদ মোটর বাইকে করে তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীরা বাড়িতে হাজির হয়। সেইসময় বাড়িতে ঘুমিয়েছিলেন রফিকুল। তাঁরা বাইরে থেকে রফিকুলকে ডাকে। ওই ব্যবসায়ী বাইরে আসতেই দুপক্ষের বচসা শুরু হয়। আচমকাই রফিকুলের কপালে বন্দুক ঠেকিয়ে গুলি করে তৃণমূল নেতা ওমর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


পুলিস সূত্রে খবর, ব্যবসায়িক শত্রুতার জেরেই এই ঘটনা। টাকাগছের বটতলায় মাংসের দোকান চালাতেন রফিকুল। তার পাশেই ছিল আলমের মাংসের দোকান। দুজনের বনিবনা ছিল না। রফিকুলের জন্যই তাঁর ব্যবসায় মন্দা চলছিল বলে মনে করত আলম। তার জেরেই এই হত্যাকাণ্ড বলে অভিযোগ। তৃণমূল নেতা ওমর আলি সম্পর্কে আলমের কাকা।


আরও পড়ুন, অবৈধ সম্পর্কে বাধা, ছেলেকে খুনে অভিযুক্ত মা!