নিজস্ব প্রতিবেদন : "কেন্দ্রীয় বাহিনী থাকবে ক্যাম্পে আর বুথে, মাঠে থাকব আমরা। খেলা হবে!" দলীয় কর্মীদের উদ্দেশে এমনই নির্দেশ দিয়ে বিতর্কে জড়ালেন ভাঙড়ের তৃণমূল (TMC) কংগ্রেস নেতা মোদাসসের হোসেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসন্ন বিধানসভা ভোট (Assembly Election) উপলক্ষে ২৫ ফেব্রুয়ারির মধ্য়েই রাজ্যে মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CRPF) আসার কথা। তারমধ্যে শনিবারই রাজ্যে এসে পৌঁছেছে ১২ কোম্পানি আধাসেনা। রাজ্যের বিভিন্ন জায়গায় আজ থেকেই এরিয়া ডমিনেশন, কনফিডেন্স বিল্ডিংয়ের কাজও শুরু করেছে তারা। ঠিক এমন সময়ই দলীয় কর্মীদের উজ্জীবিত করতে উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল (TMC) নেতা মোদাসসের হোসেন। তাঁর সাফ নিদান, "আমাদের এলাকায় তৃণমূলের লোক ছাড়া অন্য কেউ ভোট দিতে যেতে পারবে না। বুথে থাকবে আধা সামরিক বাহিনী। আর মাঠে থাকবে আমাদের ছেলেরা।" তৃণমূল নেতার এহেন বক্তব্যে ইতিমধ্যেই জোর রাজনৈতিক শোরগোল শুরু হয়ে গিয়েছে। 


ভাঙড়ের ভোগালি-২ গ্রাম পঞ্চায়েত এলাকার কাঠালিয়াতে একটি কর্মীসভার আয়োজন করেছিলেন তৃণমূল (TMC) নেতা মোদাসসের হোসেন। সেখানেই কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন মোদাসসের হোসেন। তিনি যখন বক্তব্য রাখছেন, তখন মঞ্চে উপস্থিত ছিলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম, ব্লক সভাপতি ওহিদুল ইসলাম সহ অনান্যরা। সকলের উপস্থিতিতেই তৃণমূল নেতা মোদাসসের হোসেনকে বলতে শোনা যায়, "সকলে বলছে খেলা হবে। হ্যাঁ খেলা হবে। কিন্তু এখানে শুধু তৃণমূলের ছেলেরাই খেলবে। বিরোধী শূন্য খেলা হবে ভোগালি-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ছেলেরা তৈরি আছে। এখানে ভোটটা করাবে তৃণমূলের ছেলেরাই।" 


আরও পড়ুন, আমন্ত্রণেও অনুপস্থিত অরূপ রায়, 'টিম গেম'-এর পাঠ পড়িয়ে কড়া বার্তা ব্রাত্যর


একইসঙ্গে আরাবুল ইসলামও (Arabul Islam) বলেন, "ভাঙড়ের খেলার মত বিকল্প দল কেউ নেই। খেলার জন্য তৃণমূল কংগ্রেস সর্বদা প্রস্তুত আছে। এই খেলা আমরাই খেলব। এই খেলা আমরাই জিতব।" অন্যদিকে, তৃণমূল নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলার বিজেপি সভাপতি সুনীপ দাস বলেন, "লোকসভা ভোটের পুনরাবৃত্তি হবে ভাঙড়ে। কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকে তা ভোটের সময় দেখা যাবে।"


আরও পড়ুন, নির্বাচনী প্রস্তুতি শুরু,'মানুষ ভালভাবে ভোট দিন', আশ্বাস কেন্দ্রীয়বাহিনীর


মমতাকে 'নন্দীগ্রাম' চ্যালেঞ্জ BJP-র, 'প্রার্থী ঘোষণায় ভয় পাচ্ছে',পাল্টা কটাক্ষ TMC-র