প্রসেনজিত্‍ সর্দার: আরজি কর নিয়ে যে ডাক্তাররা আন্দোলন করছে তারা সিপিএমের দালাল বিস্ফোরক মন্তব্য বিধায়ক শওকাত মোল্লার। তাই যতই ডাক্তারবাবুরা কল কাঠি নাড়ুন, নবান্নে আবারও হাওয়াইচটি। রাজনৈতিক ফায়দা তোলার জন্য খালি শুয়ে শুয়ে উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস করে করে বাংলাকে কঠিন পরিস্থিতি দিকে ঠেলে দিচ্ছে ডাক্তাররা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Darjeeling: কুয়াশায় ঢেকে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা! এবারে রের্কড ঠাণ্ডা পড়তে চলেছে দার্জিলিঙে...


শওকতের আরও বক্তব্য, আরজি করের ঘটনা নিয়ে যে ডাক্তারবাবুরা আন্দোলন করছে তারা সিপিএমের দালাল। এক অংশের ডাক্তারবাবুরা আছে যারা ঔষধ কোম্পানির টাকায় সারা পৃথিবী ঘুরে বেড়ায়। তারা সেই সব ঔষধ কোম্পানি ছাড়া লেখেন না। কই আরেক অংশের ডাক্তার তারা তো কখনো প্রতিবাদ করেননি। এক অংশের ডাক্তাররা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য অনশনের নাম করে বিভিন্নভাবে বাংলাকে কালিমালিপ্ত করতে চাইছেন। তাই বিজয়া সম্মিলনীকে সামনে রেখে প্রত্যেকটা মানুষের কাছে বাস্তবটা বোঝাতে হবে বাংলাকে যারা ধ্বংস করতে চাইছে আগামী দিনে জনমত সংগঠিত করতে হবে।


অভিযোগের সুরে শওকতের দাবি, শাসক বলছে ফাঁসি চাই, বিরোধী বলছে ফাঁসি চাই। তারপরে কেন অনশন? মুখ্যমন্ত্রী কাছে যতগুলি দাবি করেছিল অধিকাংশটাই পূরণ করেছে বাংলার শান্তি সম্প্রীতি রক্ষার করার জন্য। তারপরও এটা কন্টিনিউ করতে হবে, রাজনৈতিক ফায়দা তুলতে হবে। কিছু সিপিএমের দালাল ডাক্তাররা বাংলাতে বিভিন্নভাবে কলুষিত করার জন্য ধর্মতলার রাজপথে যখন সার্বজনীন উৎসব বাঙালি উৎসব গোটা বাংলা জুড়ে যখন বাঙালি মানুষরা মাতোয়ারা। আর সেই উৎসবটাকে সেই সময় রাজনৈতিক ফায়দা তোলার জন্য খালি শুয়ে শুয়ে উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস করে করে এই বাংলাটাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। ডাক্তারবাবুদের একাধিক বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক শওকত মোল্লা। 



আরও পড়ুন, Sundarban: ধেয়ে আসছে ডানা! ফের ভয়ংকর ক্ষয়ক্ষতির চিন্তায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)