নিজস্ব প্রতিবেদন: বিরোধীদের জোট নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার ঝাড়গ্রামে দলের সভায় অংশ নিয়ে তিনি গত শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়ে যাওয়া সভা নিয়েও সমালোচনা করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ৭ম বেতন কমিশন লাগু করবে BJP: অমিত শাহ


তাঁর দাবি, বিরোধীদের এই জোট মোদীর বিরুদ্ধে। তাই যাঁদের মতের মিল নেই তাঁরা সেদিন এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও তিনি একই অভিযোগ তুলেছেন। তাঁর বক্তব্য, যারা একসময় প্রতিপক্ষ ছিল, তাদের সঙ্গেই জোট বেঁধেছে তৃণমূল।


এ প্রসঙ্গে তিনি স্মৃতি টেনে এনেছেন, বাম জমানার প্রসঙ্গ। যখন সিপিএমের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলত তৃণমূল। কংগ্রেসের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তৃণমূল তুলত বলে এদিন দাবি করেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী।


আরও পড়ুন: সপ্তম বেতন কমিশনের আশ্বাস অমিতের, বিশ্বাস নেই রাজ্য সরকারি কর্মী সংগঠনের 


বিজেপির তরফে রাজ্যে সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে দিয়ে পাঁচটি সভা করার পরিকল্পনা করা হয়েছিল। মঙ্গলবার মালদহে সভা করতে পারলেও অসুস্থতার কারণে পরের সভাগুলি অমিত শাহর পক্ষে করা সম্ভব হচ্ছে না।


এদিন ঝাড়গ্রামে তাই হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সেখানে তিনি বাংলাতেই তাঁর অধিকাংশ বক্তৃতা দেন। তিনি প্রশ্ন তোলন, বিজেপির কর্মসূচিতে তৃণমূল কেন ভয় পাচ্ছে?


আরও পড়ুন: 'সিন্ডিকেট ট্যাক্স' মন্তব্য প্রত্যাহার না করলে অমিতের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি তৃণমূলের 


সেই সূত্রেই তিনি অভিযোগ করেন, রাজ্যে তৃণমূলের তোলাবাজি ট্যাক্সের রাজত্ব চলছে। ট্যাক্স না দিলে এখানে কাজ হয় না।