নিজস্ব প্রতিবেদন:  বিধানসভা ভোটের আগে দলের কার্যকলাপে ক্ষোভ প্রকাশ করেছিলেন একাধিকবার। পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে কেউ মনোনয়ন জমা  দিলে এবার 'ঠ্যাং ভেঙে' দেওয়ার হুমকি দিলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। বিতর্ক তুঙ্গে কোচবিহারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল অর্থাৎ শনিবার সিতাই বিধানসভা কেন্দ্রেরই আদাবাড়ি অঞ্চলে কর্মিসভা ছিল তৃণমূলের। স্রেফ বিজেপিকে আক্রমণই নয়, সেই কর্মিসভায় রীতিমতো হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। মঞ্চে দাঁড়িয়ে বললেন, 'বিধানসভা ভোটের সময়ে কেন্দ্রীয় বাহিনীর ভয় দেখিয়েছে। ২০২৩-র পঞ্চায়েত নির্বাচনে যদি কারও ক্ষমতা থাকে, তাহলে বিডিও অফিসে গিয়ে যেন নমিনেশন সাবমিট করে। তখন বিএসএফ থাকবে না, কেন্দ্রীয় বাহিনী থাকবে না। তৃণমূলের বাহিনী থাকবে। যদি কেউ বেশি বাড়াবাড়়ি করে, তাহলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে'। বিধায়কের আরও বক্তব্য, '২০২৪-র কেন্দ্র থেকে বিজেপি সরকারকে মানুষ গলাধাক্কা দিয়ে বের করে দেবে। কারণ, এই সরকারের ১৭৯ লক্ষ কোটি টাকা দেনা রয়েছে। রাজ্য়সভায় জানিয়েছে, সরকারি সম্পত্তি বিক্রি করে দেনা শোধ করবে'।


আরও পড়ুন: Digha-র সমুদ্রের রঙ বদল! কাদা মাখা কালো জলে ভরল সৈকত


তখন দলবদলের হিড়িক চলছে রাজ্যে। কোচবিহার দক্ষিণের তৎকালীন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীকে নিয়ে জল্পনা তুঙ্গে। বিধানসভা ভোটের দলের কার্যকলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সিতাই-র বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। কড়া ভাষায় সতর্ক করে দিয়েছিলেন টিম পিকে-কে। নিজের সম্পর্কেও স্পষ্ট বলেছিলেন,  'সময় কথা বলবে'। ক্ষোভ সামাল দিতে তড়িঘড়িতে বিধায়কের বাড়িতে ছুটে ছিলেন প্রশান্ত কিশোরের I-Pac-এর সদস্যরা।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)