নিজস্ব প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীসংঘর্ঘ থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিস। এই ঘটনায় উত্তপ্ত কোচবিহারের দিনহাটার গীতালদহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিসকে মারধরের পাশাপাশি ভেঙে দেওয়া হয়েছে পুলিসের গাড়িও। গুরুতর জখম সাব ইন্সপেক্টর জয়দীপ মোদক ও এএসআই সুশীল চন্দ্র দাস। আহত জয়দীপ মোদক ও সুশীলচন্দ্র দাস দিনহাটা হাসপাতালে চিকিত্সাধীন। আহত হয়েছেন আরও ২ পুলিস কর্মী। উল্টোদিকে জামসেদ আলি নামে এক তৃণমূল সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন।


আরও পড়ুন, ফোন করে ডেকে যুবকের যৌনাঙ্গ কেটে নিল ২ যুবক!


জামসেদ আলির অভিযোগ, পুলিস-ই গুলি চালিয়েছে। এদিকে, ঘটনার পর থেকে নিখোঁজ এক কনস্টেবল। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিসবাহিনী। সংঘর্ষের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে।