চারদিনের মধ্যে বিজেপির হাত থেকে পঞ্চায়েত কেড়ে নিয়ে `জবাব` দিল তৃণমূল
`মোহ ভঙ্গ` হতেই ফিরে আসছেন তাঁরা। দাবি তৃণমূলের।
নিজস্ব প্রতিবেদন : হালিশহর, কাঁচড়াপাড়ার পর এবার বীরভূমেও তৃণমূলের 'ঘর বাপসি'। তৃণমূলের হাত থেকে পঞ্চায়েতের দখল নিয়েছিল বিজেপি। চারদিন কাটল না। আবার তৃণমূলের হাতে আসতে চলেছে সিউড়ির কোমা পঞ্চায়েত।
৭ আসন বিশিষ্ট কোমা গ্রাম পঞ্চায়েত। ৪ তারিখ সিউড়ির কোমা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ ৫ সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়েছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপ্রসাদ মণড্ল। আর এর সঙ্গেই কোমা পঞ্চায়েত তৃণমূলের হাত থেকে বিজেপির ঝুলিতে আসে।
আরও পড়ুন, দৃষ্টিভঙ্গি বদলে সংগঠন মজবুতের চেষ্টা, পিকে-র পরামর্শেই কি তৃণমূলের মানসিকতায় 'পরিবর্তন'?
কিন্তু চার দিন কাটতে না কাটতেই ফের পালাবদল। প্রধান, উপপ্রধান সহ যে ৫ জন সদস্য বিজেপিতে যোগদান করেছিলেন, তাঁরাই আজ আবার তৃণমূলে যোগদান করেন। জেলা তৃণমূল কার্যালয়ে এদিন ফের তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন প্রধান উপপ্রধান সহ ৫ জন সদস্য।
ঘাসফুল শিবিরের দাবি, তাঁদের প্রলোভন দেখিয়ে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। মোহ ভঙ্গ হতেই ফিরে আসছেন তাঁরা। কোমা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা বাগদী বলেন, "বিজেপির লোকজনেরা চাপ দিয়ে বিজেপিতে যোগদান করিয়েছিল। বিজেপিতে গেলেও আমার মন পড়েছিল তৃণমূলে। ওই দলে কাজ করার কোন জায়গা নেই। কাজ করার প্রকৃত জায়গা তৃণমূল কংগ্রেস, তাই ফের তৃণমূলে যোগদান করলাম।"