পুরুলিয়ার ৪ তৃণমূল ব্লক সভাপতিকে সরিয়ে দিল দল
কেন জেলায় আশানুরুপ ফল হল না তার ব্যাখ্যা চান অভিষেক। আগামী ১৫ দিনের মধ্যে জেলা কমিটিকে রির্পোট দিতে হবে দলের কাছে
নিজস্ব প্রতিবেদন: দলের খারাপ ফলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল তৃণমূল কংগ্রেস। সরানো হল পুরুলিয়া জেলা তৃণমূলের ৪ ব্লক সভাপতিকে। অপসারিত ব্লক সভাপতিরা রঘুনাথপুর-১, বলরামপুর, পারা ও সাতুরির দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন-ফের বিজেপি কর্মী 'খুনে'র খবরে ফোন করলেন উদ্বিগ্ন অমিত শাহ
পুরুলিয়া সার্কিট হাউসে শনিবার দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই ওই সিদ্ধান্তের কথা জানানো হয়। পাশাপাশি কেন জেলায় আশানুরুপ ফল হল না তার ব্যাখ্যা চান অভিষেক। আগামী ১৫ দিনের মধ্যে জেলা কমিটিকে রির্পোট দিতে হবে দলের কাছে। এমনই নির্দেশ অভিষেকের। স্বাভাবিকভাবে কিছুটা চাপেই পড়ে গেলেন জেলা নেতারা।
আরও পড়ুন-শিক্ষা ব্যবস্থায় ফিরছে পাস-ফেল প্রথা
এদিনের বৈঠকে ডাক পাননি প্রাক্তন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাত। একইসঙ্গে সৃষ্টিধরের ছেলে ও বলরামপুর ব্লক সভাপতি সুদীপ মাহাতকে সরিয়ে দেওয়া হয়। দুর্নীতিগ্রস্থ কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জনিয়েছেন অভিষেক।