WATCH | Debangshu Bhattacharya: `তৃণমূল করার অপরাধে মহিলাকে বেঁধে রাখা হল গাছে!` ভিডিয়ো ঘিরে ঝড় সোশ্যালে
TMC Supporter tied on tree: `তৃণমূল করার অপরাধে মহিলাকে বেঁধে রাখা হল গাছে!` এই মর্মেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্চায়েত ভোটের (West Bengal Panchayat Election 2023) মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় যে, অশান্তি শুরু হয়েছিল, সেই অশান্তি ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরেও অব্যাহত রয়েছে। সদ্যসমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের বলি হয়েছেন ৪৪-এর উপর প্রাণ। বোমাবাজি, হাতাহাতি, রক্তারক্তি, পুলিস-সাধারণ সংঘর্ষ, এসবই ছিল এবারের ভোটে। তবে এবার এক অমানবিক ঘটনার ভিডিয়ো (যদিও ঘটনার সত্যতা জি ২৪ ঘণ্টা যাচাই করেনি) পোস্ট করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তিনি লেখেন, 'নন্দীগ্রামের ভেকুটিয়ায় তৃণমূল করার অপরাধে, এক মহিলাকে এভাবেই গাছে বেঁধে অত্যাচার চালাল বিজেপি। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এলাকায় সামান্য দুই একটা পঞ্চায়েত জিতে যারা এই স্তরে সন্ত্রাস চালাতে পারে, বাংলার অন্যান্য প্রান্তে শক্তিবৃদ্ধি হলে তাদের বাংলাকে মনিপুর বানাতে যে বেশি সময় লাগবে না, তা বারংবার স্পষ্ট হয়ে যাচ্ছে।'
আরও পড়ুন: WB Panchayat Election Result 2023: ফের বিস্ফোরণ ভাঙড়ে! বোমা ফেটে আহত নাবালক-সহ ৪