নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীর সভার মধ্যেই বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াল ঝাড়গ্রামে। সোমবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে জামবনির বড়শোল। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সমর্থকদের বাস ভাঙচুরের অভিযোগ। পালটা তৃণমূল সমর্থকদের দোকানে হামলা ও তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এলাকায় মোতায়েন হয়েছে পুলিসবাহিনী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সোমবার ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছিল বিজেপি সমর্থকদের একটি বাস। অভিযোগ, বাসটিতে ভাঙচুর চালায় তৃণমূল সমর্থকরা। এর পরই বাস থেকে নেমে তৃণমূল সমর্থকদের দোকানে ভাঙচুর চালায় বিজেপি। মারধর করা হয় এক বিজেপি নেতাকে। দু'টি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন তাঁরা। ভাঙচুর হয়েছে বেশ কয়েকটি গাড়িতে। 


'আপনাকে প্রধানমন্ত্রী মানি না', ফণিতে ক্ষয়ক্ষতি নিয়ে মোদীর বৈঠক প্রস্তাব ফিরিয়ে হুঙ্কার মমতার


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিসবাহিনী। ঘটনায় দু'পক্ষই পরস্পরকে দোষারোপ করেছে।