নিজস্ব প্রতিবেদন: তাসের আসরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি।  অভিযোগের তির সিপিএমের দিকে। ঘটনাটি ঘটেছে মগরাহাট থানার কলস বাজার এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কেন স্কুলে ঢুকে শিক্ষকদের লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা? দিনহাটাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য


আহত তৃণমূল কর্মীর নাম মাদার সর্দার। মঙ্গলবার সন্ধ্যায় কলস বাজারে যান। বাজারে তাস খেলছিলেন কয়েকজন। সেখানে দাঁড়িয়ে তাস খেলা দেখছিলেন মাদার সর্দার। অভিযোগ, কিছুক্ষণ পর রাজু শেখ ও রাহুল শেখ নামে দুজন মাদার সর্দারের ওপর হামলা চালায়। রাজু শেখের হাতে বন্দুক ছিল। বন্দুকের বাঁট দিয়ে রাজু মাদারের মাথার পিছনে বেশ কয়েকবার আঘাত করে। আহত অবস্থায় পড়ে গেলে পিছন থেকে গুলি চালায় রাজু। এরপর এলাকা ছেড়ে চম্পট দেয় তারা।


আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় ভেঙে পড়ল বেলঘড়িয়া উড়ালপুলের রেলিং


স্থানীয়রা মাদারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, সিপিএম আশ্রীত দুষ্কৃতীরা একাজ করেছে। তারা আগে থেকেই হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। রাজু ও রাহুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজু ফেরার। এলাকা থেকেই রাহুলকে গ্রেফতার করেছে পুলিস।  স্থানীয় সিপিএম নেতৃত্ব এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।