ট্রাকের ধাক্কায় ভেঙে পড়ল বেলঘড়িয়া উড়ালপুলের রেলিং

নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে ট্রাকটি।

Updated By: Dec 19, 2018, 01:12 PM IST
ট্রাকের ধাক্কায় ভেঙে পড়ল বেলঘড়িয়া উড়ালপুলের রেলিং

নিজস্ব প্রতিবেদন : সাত সকালে বেলঘড়িয়া উড়ালপুলে বিপত্তি। ভাঙল উড়ালপুলের রেলিং। অল্পের জন্য এড়ানো গেল বড়সড় বিপদ। জানা গিয়েছে,ট্রাকের ধাক্কাতেই ভেঙে পড়ে উড়ালপুলের রেলিং।

আরও পড়ুন, বয়লার ছিটকে এল পাশের বাড়িতে! সাঁইথিয়ায় রাইস মিল বিস্ফোরণে মৃত ১

নিম্নচাপ কাটতেই বুধবার সকাল থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করে। এদিন সকাল থেকেই ছিল কুয়াশা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে ট্রাকটি।

আরও পড়ুন, নিম্নচাপ কাটতেই ছন্দে শীত, বড়দিনের আগেই পড়তে চলেছে জাঁকিয়ে ঠান্ডা

এদিন ভোরবেলা বেলঘরিয়া উড়ালপুল দিয়ে যাচ্ছিল পণ্যবাহী একটি ট্রাক। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের রেলিংয়ে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় ভেঙে যায় রেলিংয়ের একাংশ। রেলিং ভেঙে নীচে পড়ে।

আরও পড়ুন, স্বামীর খুনের বদলা নিতেই পাল্টা খুন স্ত্রীর, আসানসোল শুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

তবে সাতসকালে এলাকায় মানুষজন সেভাবে ছিল না। লোক কম থাকায় বড় কোনও বিপদ ঘটেনি।

.