নিজস্ব প্রতিবেদন:   বীরভূমের খয়রাশোলে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। অভিযোগের তির সিপিএমের দিকে।  আহত তৃণমূলকর্মী হাসপাতালে চিকিত্সাধীন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার সকালে বীরভূমের খয়রাশোলে গ্রামের রাস্তায় লাল ঝাণ্ডা নিয়ে মিছিল করছিলেন সিপিএম কর্মী সমর্থকরা।  মিছিলের পর গ্রামেরই মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। অভিযোগ, সভা শেষ হতেই হামলা চালায় তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা। এরপরই তৃণমূল কর্মী শেখ আফজালের ওপর হামলা হয় বলে অভিযোগ। ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বছর ৩৪-এর শেখ আফজালের পায়ে গুলি লাগে।


আরও পড়ুন: বীরভূমে সিপিএমের মিছিলে হামলা, চলল গুলি


পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। এপ্রসঙ্গে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত  মণ্ডল অভিযোগ করেন, সিপিএমের লোকেরাই হামলা চালিয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তাঁদের কর্মী।


 



 

আরও পড়ুন: মাংস কিনতে গিয়েছিলেন মা, ফিরে এসে স্বামীকে দুই মেয়ের সঙ্গে যে অবস্থায় দেখলেন...


তবে  স্থানীয় সূত্রে জানা যাচ্ছে,  বেআইনি কয়লা পাচার নিয়ে সমস্যার সূত্রপাত। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। এপ্রসঙ্গে এখনও সিপিএমের তরফে কোনও  প্রতিক্রিয়া পাওয়া যায়নি।