বীরভূমে সিপিএমের মিছিলে হামলা, চলল গুলি

অভিযোগ, মিছিলের ওপর লাঠি-সোঁটা নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। সিপিএম কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ। 

Updated By: Nov 5, 2018, 01:08 PM IST
বীরভূমে সিপিএমের মিছিলে হামলা, চলল গুলি

নিজস্ব প্রতিবেদন: সিপিএমের মিছিলের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাশোলে।

সোমবার সকালে বীরভূমের খয়রাশোলে গ্রামের রাস্তায় লাল ঝাণ্ডা নিয়ে মিছিল করছিলেন সিপিএম কর্মী সমর্থকরা।  মিছিলের পর গ্রামেরই মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। অভিযোগ, সভা শেষ হতেই হামলা চালায় তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা।

অভিযোগ, মিছিলের ওপর লাঠি-সোঁটা নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। সিপিএম কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলেও অভিযোগ। পুলিসের সামনেই চলে হামলা। অভিযোগ, পুলিস দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরা লাঠি নিয়ে হামলা করে, গুলি চালায়।  পুলিস হামলাকারীদের না আটকে আক্রান্তদেরই অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে বেশি ব্যস্ত থাকে বলে অভিযোগ।

এলাকায় উত্তেজনা রয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

.