নিজস্ব প্রতিবেদন:  ব্যবসায়ীক বিবাদের জেরে। জেলে বসেই মুর্শিদাবাদের নওদার প্রোমোটার কথা তৃণমূল কর্মীকে খুনের ছক। জেলে বসেই ফোন করে নিয়োগ করা হল সুপারি কিলার। টাকা দেওয়ার নাম করে তৃণমূল কর্মীকে ডেকে পরপর সাতটি গুলি। মুর্শিদাবাদের নওদার এলেম নগরের বাসিন্দা পেশায় প্রোমোটার আমজাদ শেখের খুনের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: গৃহশিক্ষকের সঙ্গে প্রেম দশম শ্রেণির ছাত্রীর, প্রেমিক বাড়িতে এসে জানাল 'বিপদ ঘটে গেছে'!


মঙ্গলবার রাতে বাড়ি থেকে ফোন করে টাকা দেওয়ার নাম করে ডেকে নিয়ে যাওয়া হয় আমজাদ শেখকে। তাঁর বুকে ও পিঠে সাতটা গুলি লেগেছিল। প্রাথমিকভাবে তাঁকে নিয়ে যাওয়া হয় নওদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  বুধবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর আগে তিনি স্ত্রীর কাছে জানিয়ে যান গোটা ঘটনা। 


আরও পড়ুন, "দাদা পরীক্ষা আছে, যেতে দিন!" পালসিটে গাড়িতে হামলা বনধ সমর্থনকারীদের, ধৃত ২


স্ত্রীর দাবি, এই খুনের ঘটনায় আমজাদের ব্যবসার পার্টনার আলি ও ইবাদত জড়িত। তারা দুজনেই জেলে। জেল থেকেই আমজাদকে খুনের পরিকল্পনা করে তারা। টাকা ফেরত দেওয়ার নাম করে ডেকে এনে তাকে গুলি করা হয়। পরপর সাতটি গুলি করা হয় তাকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।