নিজস্ব প্রতিবেদন:  তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ের  সাইকাপাটনা গ্রামের।  মৃতের নাম  গণেশ ভুঁইঞা। তিনি এলাকায় তৃণমূল কর্মী নামে পরিচিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



পরিবারের সদস্যদের অভিযোগ, রবিবার রাতে এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে ঝামেলা হয় ওই তৃণমূল কর্মীর। তারপর থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা  গণেশের বাড়িতে হামলা চালায়। পুলিশের সামনেই  তাঁকে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। রাত প্রায় দেড়টার সময় বাড়িতেই ঘুমিয়ে ছিলেন গণেশ।


বিজেপিকে রুখতে একজোট বিরোধীরা, বাম-কংগ্রেসের সর্বদল প্রস্তাবে সায় দিতে পারে রাজ্য সরকার


অভিযোগ,  প্রথমে বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা গণেশের বাড়ির জানলা দিয়ে ক্লোরোফর্ম ছুড়ে দেয়। অচৈতন্য হয়ে পড়ে গণেশ। পরে তাকে তুলে বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর গুলি করে খুন করা হয় গণেশকে। ঘটনায়  রবি দে,প্রবীর দে,রাম মাইতি, দুলাল মাইতি নামে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলছেন নিহতের পরিবার।


 বিজেপির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটা তৃণমূলেরই দুই গোষ্ঠীর গণ্ডগোলের জের। তাঁদের দাবি, দুলাল মাইতি নামে এক তৃণমূল কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে গণেশের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় দুলাল মাইতি হাসপাতালে ভর্তি। তারই বদলা নিতে খুন বলে দাবি বিজেপির।