নিজস্ব প্রতিবেদন : ব্রিগেড যাওয়ার পথে তৃণমূল (TMC) কংগ্রেস কর্মী-সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui) অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে এড়েন্ডা রাস্তার মোড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, ব্রিগেডমুখী আব্বাস সিদ্দিকীর অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূলের (TMC) কর্মী-সমর্থক। বিগ্রেড যাওয়ার পথে আব্বাস সিদ্দিকীর (Abbas Siddiqui)  অনুগামীরা আচমকাই তৃণমূলের কর্মী, সমর্থকদের উপর চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনায় মোট ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আক্রান্ত তৃণমূল নেতার অভিযোগ, মেরে ৪ জনের মাথা ফাটিয়ে দিয়েছে আব্বাস সিদ্দিকীর সমর্থকরা। 


আহত অবস্থায় তাঁদের প্রথমে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সঙ্কটজনক ৩ জনকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিস। এর পাশাপাশি, দুর্গাপুর পঞ্চায়েত অফিসেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ISF-এর বিরুদ্ধে। (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত ISF-এর তরফে কোনও প্রতিক্রিয়া জানায়নি।)


আরও পড়ুন, 'এবার তোর পালা', BJP কর্মীর বাড়িতে 'রক্তমাখা' চিঠি ঘিরে চাঞ্চল্য