নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তপ্ত নদিয়ার কল্যাণী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



বুধবার রাতে তৃনমূলের তিনটি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির দাবি, গতকাল বিকালে কল্যাণীর আইটিআই মোড়ে তাদের দলীয় কার্যালয় অফিসে আলোচনায় বসবার কথা ছিল। তার আগেই কর্মীদের মারধর করে তৃণমূলের কর্মীরা।


এই নিয়ে বিজেপির তরফে কল্যাণী থানাতে রাতে  বিক্ষোভও দেখানো হয়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। কিন্তু বিজেপি কর্মীদের মারধরের ঘটনায় পুলিস কাউকে গ্রেফতার না করায়  কল্যাণী সেন্ট্রাল পার্টি অফিসে হামলা চালায় বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়।


যদিও বিজেপির দাবি, তৃণমূল নিজেই নিজেদের দলীয় কার্যালয় ভেঙে বিজেপির ওপর অভিযোগ দিচ্ছে। বিজেপির কর্মীদের পুলিশ আটক করেছে। এলাকায় টহল দিচ্ছে পুলিস।