নিজস্ব প্রতিবেদন: গত ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) সভায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mandal)। এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানাল তৃণমূল কংগ্রেস(TMC)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'দলটাকে কুরে কুরে খাচ্ছে,' লক্ষ্মীর ইস্তফার নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব? ইঙ্গিত Baishali-র


মঙ্গলবার লোকসভার স্পিকারের কাছে চিঠি লিখে সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের আবেদন জানাল তৃণমূল। সুনীলের (Sunil Mandal)বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের অনুরোধ করে চিঠি দিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দল ছাড়লেও এখনও সাংসদ পদ থেকে ইস্তফা দেননি পূর্ব বর্ধমানের সাংসদ।


চিঠিতে লেখা হয়েছে, তৃণমূলের দল ভাঙানোর চেষ্টা করছে বিজেপি। এর জন্য, বিভিন্ন ভাবে প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে। এমনকি অমিত শাহর(Amit Shah)উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন সুনীল মণ্ডল।  প্রসঙ্গত, সুনীল মণ্ডলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা যায় কিনা তা নিয়েও আইনি জটিলতা রয়েছে।


আরও পড়ুন-বাগুইআটি বার ড্যান্সার খুনে গ্রেফতার সুইটির পুরুষ সঙ্গী সৌরভ


এদিকে, দলবদলের পর গত ২৬ ডিসেম্বর হেস্টিংসে বিজেপির (BJP) দফতরে সংবর্ধনা নিতে আসেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mandal)। কার্যালয়ে ঢোকার মুখে তাঁর গাড়িকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে এলাকায়। দফায় দফায় চলে বিক্ষোভ, সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি (BJP) ও  তৃণমূল (TMC) সমর্থকরা। গেরুয়াশিবিরের দাবি, হেস্টিংসে তাদের দলের কার্যালয়ে সামনে সকালে হঠাৎ করে পথসভার জন্য মঞ্চ বাঁধে তৃণমূল (TMC)। মঞ্চের জন্য কার্যত আটকে যায় পার্টি অফিসে ঢোকার রাস্তা! এমনকী, বিজেপি (BJP) পার্টি অফিসের সামনে মাইক বেঁধে তারস্বরে মা-মাটি-মানুষের গানও বাজানো হয় বলে অভিযোগ। দলের কার্যালয়ের সামনে পাল্টা জমায়েত করেন বিজেপি কর্মীরাও। বৈঠকের আগেই দু-পক্ষের বচসাকে কেন্দ্র করে তুঙ্গে ওঠে উত্তেজনা। 


ওই ঘটনার পর গেরুয়াশিবিরের পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) জানিয়েছেন, ‘সুনীল মণ্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry Of Home Affairs) কাছে লিখিত আর্জি জানানো হয়েছে।