`জয় শ্রী রাম`-এর পাল্টা মিষ্টিমুখ! মোকাবিলার নয়া দাওয়াই
বাড়ি বাড়ি যাবেন যুব তৃণমূলের সদস্যরা।
নিজস্ব প্রতিবেদন : 'জয় শ্রী রাম'-এর পাল্টা মিষ্টিমুখ। কেউ 'জয় শ্রী রাম' বললেই তৄণমুল যুব কংগ্রেসের কর্মীরা এবার মিষ্টি খাওয়াবেন ৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেস কমিটি।
এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলা যুব তৃণমুল কংগ্রেসের কমিটি ভেঙে দেওয়া হয়। তবে চলতি মাসের মধ্যেই তৈরি হবে নতুন জেলা কমিটি। এমনটাই জানিয়েছেন জেলার সভাপতি শওকত মোল্লা ৷ তিনি বলেন, নতুন কমিটি গঠনের পরই জেলার ৩১০টি গ্রাম পঞ্চায়েত, ২৯টি ব্লক ও ৩১টি বিধানসভায় আন্দোলনে নামবেন তাঁরা। শুরু হবে জনসংযোগ বাড়ানোর কাজ।
আরও পড়ুন, কর্মবিরতির জেরে রোগী মৃত্যু হলে দায় কে নেবে? প্রশ্ন ছুঁড়লেন অভিষেক
শওকত মোল্লা জানিয়েছেন, বাড়ি বাড়ি যাবেন যুব তৃণমূলের সদস্যরা। সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে যুব কর্মীরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন ৷ তৃণমূলের কর্মীদের দলবদল নিয়ে তাঁর দাবি, যাঁরা অন্যদল থেকে এসেছিলেন, তাঁরাই চলে যাচ্ছেন ৷ এতে দলের কোনও ক্ষতি হবে না৷ শুভ্রাংশু রায়ের মত এই জেলাতেও দলে কিছু 'গদ্দার' আছে বলে মন্তব্য করেন তিনি।