মনোজ মণ্ডল: কলকাতার বিশ্ববিদ্যালয়ের পর এবার বারাসত স্টেট ইউনিভার্সিটি। ফের বিক্ষোভের মুখে রাজ্যপাল! কেন? বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখে জাতীয় শিক্ষানীতি বাতিল-সহ একাধিক সিভি আনন্দ বোসের কনভয় আটকে বিক্ষোভ দেখাল টিএমসিপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে জটিলতা আপাতত কেটেছে। কীভাবে? ইস্তফা দেওয়ার পর, ৭ উপাচার্যের মেয়াদ আরও ৩ মাস বাড়িয়ে দিয়েছেন রাজ্যপাল। শুধু তাই নয়, উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরও পড়ুন: Bongaon: বিজেপির বিধায়ক হওয়ায় বিদ্যালয়ের উন্নয়নে নেওয়া হচ্ছে না বরাদ্দ টাকা, অভিযোগ অভিভাবকদের


এদিন বারাসত স্টেট ইউনিভার্সিটি একটি বৈঠকে যোগ দিতে যান রাজ্যপাল। কিন্তু তাঁর কনভয় যখন বিশ্ববিদ্যালয়ে ঢোকে, তখন রাজ্যপালের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান টিএমসিপির সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, জাতীয় শিক্ষা নীতিতে স্কুলে যে সেমিস্টার প্রথা চালু করার কথা বলা হচ্ছে, তাতে সকলেই বিভ্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে স্কুলছুট সংখ্যা আরও বাড়বে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবিও তোলেন তাঁরা।



ব্যবধমান মাত্র একদিন। সোমবার দু'বার কলকাতা বিশ্ববিদ্যায়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে যান রাজ্যপাল। সেবারও ক্যাম্পাসে ঢোকার মুখে জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি রাজ্যপালের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠন ডিএসও। ওঠে গো-ব্যাক স্লোগানও।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)