নিজস্ব প্রতিবেদন: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দফতর। দার্জিলিংসহ উত্তরবঙ্গের ৩ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা যাচ্ছে, একটি ঘূর্ণাবর্ত এবং একটি নিম্নচাপ অক্ষরেখার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। যে মেঘ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়, এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার ফলে সেই মেঘ তৈরি হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বাড়ি থেকে বের করে দেওয়া হল নাট্যকার মনোজ মিত্রের জিনিসপত্র!


গতকাল রাতেও শহর কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুত্‌সহ বৃষ্টি হয়েছে। গতকালও ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল, আজও রয়েছে। কারণ, বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে বিকেলের দিকে। এবং তার থেকেই বজ্রবিদ্যুত্‌সহ বৃষ্টি হবে এবং ঝড়ও বইতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে।


আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হচ্ছে, যত গরম বাড়বে, যত উষ্ণতা বাড়বে, তত কালবৈশাখী এবং এই সমস্ত ঝড়ের সম্ভাবনা তৈরি হবে। এর কারণ অবশ্যই এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা।


আরও পড়ুন : 'নকল' ১০০ টাকার নোট! বেরল এটিএম থেকে