রামরাজাতলা স্টেশনে বেলাইন লোকাল ট্রেন
সোমবার দুপুরে খড়গপুর থেকে একটি ফাঁকা লোকাল ট্রেন আসছিল হাওড়ার দিকে। টিকিয়াপাড়া কারশেডে ঢোকার কিছু আগেই ঘটে এই দুর্ঘটনা।
নিজস্ব প্রতিবেদন: ফের লাইনচ্যুত ট্রেনের বগি। এবার ট্রেন দুর্ঘটনা রামরাজাতলা স্টেশনে। টিকিয়াপাড়া কারশেডে ঢোকার আগেই বিদ্যুত্ পোস্টের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়ে যায় বগি। আতঙ্কিত হয়ে পড়েন নিত্যযাত্রীরা। ঘটনার জেরে দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত। বগিতে যাত্রী না থাকায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
আরও পড়ুন: আগেরবার থাপ্পড়, এবার আদালতে কানমোলা খেল রাজ্য: দিলীপ
সোমবার দুপুরে খড়গপুর থেকে একটি ফাঁকা লোকাল ট্রেন আসছিল হাওড়ার দিকে। টিকিয়াপাড়া কারশেডে ঢোকার কিছু আগেই ঘটে এই দুর্ঘটনা। ট্রেনের ৭ নম্বর বগিটি ধাক্কা মারে ৩নম্বর লাইনের ওভারহেড পোস্টে। এরফলে ডাউন লাইন ও তিন নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের সুবিধার্থে সাঁতরাগাছি থেকে স্পেশাল ট্রেন ও অন্য কিছু দূরপাল্লার ট্রেনকে অল স্টপেজ করা হয়েছে।
আরও পড়ুন: আদালতে বড় ধাক্কা, রথযাত্রা মামলায় বিচারপতিদের চরম তিরস্কারের মুখে রাজ্য
দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা। তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খালি ট্রেন অতিরিক্ত গতিতে আসায় এই দুর্ঘটনাটি ঘটেছে।