নিজস্ব প্রতিবেদন:   বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্রেন চলাচল বিঘ্নিত। রেললাইনে নেমে, ওভারহেডের তারের ওপর কলাপাত ফেলে চলছে অবরোধ। এক নজরে দেখে নিন কোথায় কোথায় বন্ধ ট্রেন চলাচল?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বনধের জেরে  শিয়ালদা-বারাসত-বনগাঁ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত।  


-অশোকনগর রোডে ভোর ৬-২৫ মিনিটে রেললাইনে নেমে অবরোধ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা।


-মধ্যমগ্রাম স্টেশনে অবরোধ শুরু হয় ৬.৩৫ মিনিটে


-৬.৪০ মিনিটে-এ অবরোধ শুরু হয় গুমা স্টেশনে


-ঠাকুরনগর স্টেশনে অবরোধ শুরু  হয় ৬.৪০ মিনিটে।


-শিয়ালদা- ডায়মন্ডহারবার সেকশনেও চলছে  রেল অবরোধ।


-ভোর ৬.৪০ মিনিটে মল্লিকপুর ও সুভাষগ্রামের মাঝে অবরোধ শুরু হয়।


শিয়ালদা মেন লাইনেও বেশ কিছু জায়গায় চলছে অবরোধ।


শিয়ালদা মেন লাইনে শান্তিপুর স্টেশনে অবরোধ শুরু হয় সকাল সাড়ে ৭টায়


ফুলিয়া স্টেশনে চলছে রেল অবরোধ
ভোর ৬টা থেকে কাঁকিনাড়া-জগদ্দল স্টেশনের মাঝে শুরু অবরোধ


রানাঘাটে বেশ কিছুক্ষণের জন্য চলে অবরোধ


শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত


শিয়ালদা দক্ষিণ শাখায় লক্ষ্মীকান্তপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল
মাধবপুর-লক্ষ্মীকান্তপুরে চলছে অবরোধ
ডায়মন্ডহারবার সেকশনের ধানুয়াতে চলছে রেল অবরোধ


ক্যানিং-শিয়ালদা সেকশনের বেতবেড়িয়া, ক্যানিং, তালদিতে চলছে রেল অবরোধ


ভোর ৬টা থেকে অবরোধ চলছে দক্ষিণ বারাসতে


ভ্যাবলা স্টেশনে চলছে অবরোধ


লক্ষ্মীকান্তপুর শাখার গোচরণে ভোর ৪টে নাগাদ অবরোধ করে।


হাওড়া-বর্ধমান মেন লাইন


হাওড়া- বর্ধমান মেন লাইন সেকশনের কোন্নগর স্টেশনে চলছে অবরোধ।  ভোর ৬-১৮ মিনিটে অবরোধ শুরু হয়। সকাল ৭ টায় ফের নতুন করে হয় অবরোধ।


পাণ্ডয়া স্টেশনে শুরু হয়েছে অবরোধ।


চুঁচুড়া স্টেশনে অবরোধ তুলে দেয় র্যাফ ও পুলিশ।


হাও়ডা ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া সেকশনে বেশ কিছু জায়গায় অবরোধ শুরু হয়।


ভোর ৬.১৮ মিনিটে ভাণ্ডারটিকুরি স্টেশনে অবরোধ হয়।