নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে ট্রলারডুবি। বঙ্গোপসাগর ও চিনাই নদীর মোহনায় ডুবে গেল বালিবোঝাই ট্রলার। ট্রলার থেকে উদ্ধার করা হল ৩ জনকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে,  পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটি থেকে সাদা বালি নিয়ে ট্রলার আসছিল দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জের দিকে। ট্রলারটি যখন বঙ্গোপসাগর ও চিনাই নদীর মোহনায় পৌঁছয়, তখনই ঘটে দুর্ঘটনা।


আরও পড়ুন: Hanskhali Rape Case: হাঁসখালি ধর্ষণকাণ্ডে CBI-এর জালে অভিযুক্ত রঞ্জিত মল্লিক



কীভাবে? তখন জোয়ার চলছে। প্রবল স্রোতের কারণে ওভারলোডেড ট্রলারটিকে আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি চালক। ট্রলারের একটি অংশ ডুবে যায়। ঘটনাটি নজরে পড়ে পর্যটকদের। থানায় খবর দেন তাঁরা। বেশ কয়েক ঘণ্টা জলে ভেসেছিলেন ট্রলারের চালক-সহ ৩ জন। স্পিডবোর্ড নামিয়ে তাঁদের উদ্ধার করে পুলিস। 


আরও পড়ুন: Dhantala: চড়ক পুজোয় আসা নাবালিকাকে ধর্ষণ করে খুন? ধানতলাকাণ্ডে ঘনীভূত রহস্য


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)