নিজস্ব প্রতিবেদন: ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, নতুন বছরে বিজেপি বিরোধী দলগুলো নিয়ে ব্রিগেডে সমাবেশ করবে তৃণমূল। সেই মতো প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসক দল।  ২০১৯ লোকসভা নির্বাচনের  আগে জানুয়ারিতে ব্রিগেড সমাবেশকে সফল করতে কর্মী সম্মেলনের আয়োজন করল মগরাহাট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- স্রেফ বাংলাই বঞ্চনার শিকার, নাম বদল নিয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর


আাগামী লোকসভা নির্বাচনের পর দিল্লির মসনদে বসবেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই স্বপ্ন দেখছে তৃণমূল কর্মীরা। আর সেই মতো কর্মসূচিও নিতে শুরু করেছে তাঁরা।  


আরও পড়ুন- বাংলাদেশের সঙ্গে মিল থাকায় রাজ্য সরকারের 'বাংলা' নামে আপত্তি বিদেশমন্ত্রকের


মগরাহাটের কর্মী সম্মেলন থেকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও রাজ্যসভার সাংসদ  শুভাশিস চক্রবর্তী জানান, “আগামী বছর দেশে লোকসভা নির্বাচন। এই নির্বাচনে দিল্লির বর্তমান ক্ষমতাশীল দলকে বিদায় দিয়ে যাতে আগামীতে  কেন্দ্রে আমাদের দিদি সরকার পরিচালনা করতে পারে তার ব্যাবস্থা করতে হবে। এখন থেকে তার প্রস্তুতি শুরু করে দিন। প্রতিটি পঞ্চায়েত স্তরে কমিটি গঠন করতে হবে, যদি কোথাও সমস্যা থেকে থাকে এখন থেকেই তার সমাধান করুন। আমার আপনার দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) দিল্লি  যাওয়ার পথে যেন কোনও বাধা না আসে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে”।