নিজস্ব প্রতিবেদন: সাতসকালেই ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চের সামনে ভিড় করতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। পাশপাশি, সেন্ট্রাল পার্ক, আলিপুর, গীতাঞ্জলি স্টেডিয়াম থেকেও সভা মঞ্চের উদ্দেশ্য যাত্রা করছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-২১ জুলাই ট্রেন কমিয়ে কলকাটি নেড়েছে, অভিযোগ মমতার, বাসও বন্ধ হবে, পাল্টা দিলীপ 


সল্টলেকের সেন্ট্রাল পার্কে রয়েছেন উত্তরবঙ্গের ৬ জেলার প্রায় ৩৫,০০০ সমর্থক। তাদের ধর্মতলায় আনার জন্য ১৩৫টি বাসের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই তারা বাসে উঠে ধর্মতলার উদ্দেশ্য রওনা দিচ্ছেন। কারণ দেরি করলে বাস ধর্মতলার কাছে পৌঁছাতে পারবে না। তৃণমূল কংগ্রেসের দাবি, লোকসভায় খারাপ ফলের পরও রেকর্ড সংখ্যক সমর্থক জড়ো হবেন এবারের একুশের সমাবেশে।





ধর্মতলায় কর্মী-সমর্থকদের অনেকের মুখেই একটাই দাবি, ইভিএম নয় ব্যালট চাই। তবে লোকসভায় খারাপ ফলের পর মমতা বন্দ্যোপাধ্যা কী বার্তা দেন সেটাই শুনতে চান অনেকে। তবে কেউ কেউ বলছেন দলের শক্তি প্রদর্শনের জন্যও ধর্মতলায় এসেছেন মানুষজন।


এবারের একুশের সমাবেশে কি ঘুরে দাঁড়াবার বার্তা দেবেন তৃণমূল নেত্রী?  সেন্ট্রাল পার্কে কোচবিহারের এক তৃণমূল কর্মীর বক্তব্য, লোকসভায় যে খারাপ ফল হয়েছে তা থেকে উত্তোরণের পথ বাতলে দেবে দিদি। তবে শুদ্ধিকরণ হলেই চাঙ্গা হবে দল।


আরও পড়ুন-অপ্রতিরোধ্য ভারতের মেয়ে, চলতি মাসে পঞ্চম সোনা জিতলেন হিমা


ধর্মতলার এবারের সমাবেশে দলনেত্রী যে ঘুরে দাঁড়ানোর বার্তা দেবেন সেটাই শুনতে চাইছেন অনেকে। পূর্ব বর্ধমান থেকে ধর্মতলায় আসা অনেকেরই বক্তব্য, বিজেপি যে ভাবে সাম্প্রদায়িক রাজনীতি করছে তা থামানোর বার্তা চাই। পাশাপাশি ঘুরে দাঁড়ানোর সাহস দিন দিদি।