নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসে যোগ দিলেন তৃণমূল বহিষ্কৃত মোশারফ হোসেন। শুক্রবার দুপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে এদিন কংগ্রেসে যোগ দেন তিনি। দিন কয়েক আগেই তাঁকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস। তখনই তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন মোশারফ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একইসঙ্গে তিনি বলে দিয়েছিলেন, তৃণমূল ছাড়লে কোনও ধর্ম নিরপেক্ষ দলেই যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর একাধিক সভায় গরহাজির ছিলেন মোশারফ। এরপর একের পর এক দলবিরোধী মন্তব্যের অভিযোগও উঠেছে মুর্শিদাবাদের জেলা সভাধিপতির বিরুদ্ধে। সেই অভিযোগেই গত ১৭ ফেব্রুয়ারি মোশারফ হোসেনকে (Mosaraf Hossen) বহিষ্কার করে তৃণমূল। 


আরও পড়ুন: কয়লা-গরু পাচারে অভিযুক্ত বিনয় মিশ্র ফেরার, লালার খোঁজে ঘনিষ্ট ব্যবসায়ীর বাড়িতে হানা CBIএর


তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় গরহাজির থাকার মতো গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল। এদিন যখন তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় তখন তিনি জেলার নওদায় একটি রাস্তার উদ্বোধন কর্মসূচিতে ছিলেন।


তখনই সাংবাদিক বৈঠক করে জেলা সভাধিপতি আবু তাহের বলেন, 'এদিন জেলার পরিষদের সদস্যদের একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। সেই বৈঠকেও গরহাজির ছিলেন মোশারফ। এরপর বাকি সদস্যদের সম্মতি নিয়েই তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'