প্রথম নির্বাচনেই বুনিয়াদপুরের দখল নিল তৃণমূল, নজর কাড়ল বিজেপি
বুনিয়াদপুর: দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভায় বিপুল ভোটে জয়ী শাসক দল তৃণমূল কংগ্রেস। বুনিয়াদপুর পুরসভার মোট ১৪টি আসনের মধ্যে কেবল একটিতেই জয়ী হয়েছে বিজেপি (ভারতীয় জনতা পার্টি)। বাকি ১৩টি আসনই গিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। উল্লেখ্য, ১২ নম্বর ওয়ার্ড নিজেদের দখলে রেখেছে গেরুয়া ব্রিগেড। বিজেপি বাদ দিয়ে বাম কিংবা কংগ্রেসের কেউই এই পুরসভায় নিজেদের কোনও ছাপই ফেলতে পারেনি।
এবছর প্রথমবার পুরভোট অনুষ্ঠিত হল বুনিয়াদপুর পুরসভায়। ২০১৪ সালে জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'উত্তরকন্যা' ঘোষণা করার সময়ই বুনিয়াদপুরকে পুরসভা করার কথা জানান। এরপর মোট ২১টা গ্রাম সংসদ মিলিয়ে ১৪টা ওয়ার্ড নিয়ে তৈরি হয় বুনিয়াদপুর পুরসভা। শিববাড়ি গ্রাম পঞ্চায়েত এবং মহাবড়ি গ্রাম পঞ্চায়েতের কিছুটা অংশ বুনিয়াদপুর পুরসভার মধ্যে অন্তর্ভূক্ত করা হয়। ১৩ অগস্ট রাজ্যের আরও পুরনির্বাচনের সঙ্গে ভোট অনুষ্ঠিত হয় বুনিয়াদপুরেও। আর প্রথমবারের ভোটেই একক সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল।
তৃণমূল সূত্রের খবর বুনিয়াদপুর পুরসভায় প্রবীন নেতা অখিল বর্মনকেই সম্ভবত চেয়ারম্যান প্রোজেক্ট করা হবে বলে। উল্লেখ্য, বাম জমানায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে তৃণমূলের একমাত্র মুখ ছিলেন এই অখিল বর্মনই।