মুকুল রায়ের ঘোষণায় শোরগোল, বিজেপি দফতর দখলের হুমকি যুব তৃণমূলের
অবিলম্বে সার্কিট বেঞ্চ উদ্বোধনের দিন ঘোষণা না করলে বিজেপির জেলা দফতর দখল করবে তৃণমূল।
নিজস্ব প্রতিবেদন: অবিলম্বে সার্কিট বেঞ্চ উদ্বোধনের দিন ঘোষণা না করলে বিজেপির জেলা দফতর দখল করবে তৃণমূল। হুমকি জলপাইগুড়ির যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুন- পুলিসের সামনেই লাঠি নিয়ে দিলীপের গাড়িতে হামলা, দেখুন ভিডিও
গত ৪ তারিখ জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের এক সভায় বিজেপি নেতা মুকুল রায় ঘোষণা করেন, আগামী ৭ থেকে ১৬ তারিখে সার্কিট বেঞ্চ নিয়ে সুখবর পেতে পারে উত্তরবঙ্গবাসী। এই ঘোষণার পরই নড়েচড়ে বসে জেলা তৃণমূলের একাংশ। যদিও এই বিষয়ে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীর দাবি, “আমি আগেই বলে ছিলাম পুজোর পরে সার্কিট বেঞ্চ চালু নিয়ে আন্দোলনে নামব, তাই এবার পথে নামলাম।“
আরও পড়ুন- বাড়িতে তালাবন্দি করে রেখে নাবালিকা পরিচারিকাকে অত্যাচার শিক্ষিকার
অভিযোগ, জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চর অনুমোদন পরিকল্পিতভাবে আটকে রেখেছে কেন্দ্র সরকার। অবিলম্বে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চের অনুমোদন না দিলে জলপাইগুড়ি বিজেপি কার্যালয় দখল করার হুমকি দিয়েছে যুব তৃণমূল। এই বিষয়কে সামনে রেখেই দ্রুত সার্কিট বেঞ্চ চালুর দাবিতে গোটা শহরে মিছিল করেছে জেলার যুব তৃণমূল।