নিজস্ব প্রতিবেদন: শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত বাইকের শোরুম। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে শোরুমের। বেশ কিছু নতুন গাড়ি সহ পুড়ে ছাই হয়ে যায় সমস্ত আসবাবপত্র। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ  ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমতলা ডাউনের একটি বাইকের শোরুমে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কলকাতায় উদ্ধার নগদ-সহ ৭ কোটির চোরাই সোনা


এদিন সকাল ৬টা নাগাদ আগুন লাগে ওই শোরুমে। বন্ধ শোরুম থেকে ধোঁয়া বেরতে দেখে শোরুমের মালিককে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এরপরই দমকল খবর দেওয়া হয়। ঠিক কীভাবে আগুন লেগেছিল তা এখনও স্পষ্ট নয়।



পুলিসের প্রাথমিক অনুমান, ধূপের আগুন অথবা শট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।