নিজস্ব প্রতিবেদন: মুকুল রায় দল ছাড়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিজেপি নেতা-কর্মীরা বেসুরো হচ্ছেন। এমনি বেসুর শোনা গিয়েছিল নোয়াপাড়া কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের মুখে। এবার সুনীল সিং ঘনিষ্ঠ ২ কাউন্সিলর যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-সাপুরজিকাণ্ডে হোটেলের হদিশ, ভরত কুমারকে জেরায় মিলল তথ্য


সুনীল সিংকে যাতে তৃণমূলে নেওয়া না হয় তার দাবিতে পোস্টার পড়েছিল নোয়াপাড়ায়। একইভাবে বিজেপির ২ কাউন্সিলর অশোক সিং ও গৌতম বসুর বিরুদ্ধেও পড়েছিল পোস্টার। 


এদিকে, ওই দুই কাউন্সিলরের যোগদানের বিরোধিতা করা হলেও বুধবার তাঁরা যোগ দিলেন তৃণমূলে। বুধবার নোয়াপাড়া(Noapara) বিধানসভার আনন্দমঠ এলাকায় এক রক্তদান শিবিরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন অশোক সিং ও গৌতম বসু।


আরও পড়ুন-মিলল ১০ দিনের হেফাজত, মালদহে ধৃত চিনা নাগরিককে কলকাতায় আনছে STF


বুধবার গারুলিয়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সিং ও ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা গৌতম বসু। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন নৈহাটির(Naihati) বিধায়ক পার্থ ভৌমিক ও নোয়াপাড়া কেন্দ্রের বিধায়ক মঞ্জু বসু।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)