নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ। হস্টেল থেকে উদ্ধার হল তরুণ-তরুণীর পচাগলা দেহ! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বীরভূমের মল্লারপুরে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সূত্রে খবর, মৃতেরা হল ষষ্ঠী লেট ও প্রিয়া লেট। বাড়ি, মল্লারপুরের মহুলা গ্রামে। একে অপরকে ভালোবাসত তারা। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলে একসঙ্গে। কিন্তু, দু'জনের কেউ-ই আর বাড়ি ফেরেনি। পরিবারে লোকেরা ভেবেছিলেন, হয়তো বিয়ে করে কোথাও চলে গিয়েছে ষষ্ঠী ও প্রিয়া। এদিন বিকেলে যখন থানার নিখোঁজ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই জানা গেল আসল ঘটনা।


আরও পড়ুন: ইমেল বিভ্রাট! সিউড়িতে অ্যাম্বুল্যান্সে বেঘোরে মৃত্যু করোনা আক্রান্তের


আরও পড়ুন: বাংলাদেশে পাচারের ছক, স্বরূপনগর থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার বিরল প্রজাতির পাখি


জানা গিয়েছে, এই মহুলা গ্রামেই রয়েছে ভেলিয়ান উচ্চ বিদ্যালয়। সঙ্গে হস্টেলও। কিন্তু লকডাউনের কারণে এখন স্কুল বন্ধ। হস্টেলের কেউ নেই। তবে, হস্টেলে দোতলায় একটি ঘর খোলাই ছিল। বিকেলে গ্রামের ছেলেরা খেলতে খেলতে সেই ঘরে ঢুকে পড়ে। তখন ষষ্ঠী ও প্রিয়া ঝুলন্ত দেখতে পান তারা। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। 


আরও পড়ুন: কয়েক ঘণ্টার ব্যবধান! আসানসোলে একই ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দম্পতি