নিজস্ব প্রতিবেদন: ট্রাকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহারের তুফানগঞ্জ মারুগঞ্জ এলাকা। পুলিস ফাঁড়িতে আগুন লাগিয়ে বিক্ষোভ স্থানীয়দের। দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। তবে দমকল কর্মীদের কাজ করতে বাধা দিচ্ছেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এমজেএন হাসপাতালে। অবরুদ্ধ ৩১ নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থলে পুলিস বাহিনী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ইট দিয়ে থেঁতলে খুন, পরকীয়ার ‘কাঁটা’ খতরনাক রামুয়াকে সরাতে ছক স্ত্রী কাজলের


জানা গিয়েছে, ট্রাকটি অসমের দিকে যাচ্ছিল। তুফানগঞ্জের মারুগঞ্জ এলাকায় উল্টোদিক থেকে আসা একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের গতিবেগ বেশি থাকায় উল্টে যায় টোটোটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আহত হন আরও ১২ জন। মারুগঞ্জ এলাকা দুর্ঘটনাপ্রবণ। অভিযোগ, এবিষয়ে বারবার পুলিস প্রশাসনকে জানানো হলেও, সঠিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় না সেখানে। এদিন দুর্ঘটনার পর ক্ষেপে ওঠেন স্থানীয়রা। স্থানীয় পুলিস ফাঁড়িতে আগুন লাগিয়ে দেন তাঁরা।