নিজস্ব প্রতিবেদন: থানায় মজুত করা বাজি ফেটে বিপত্তি। আহত দুই পুলিস কর্মী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নৃশংস! এনআরএস-এ মা সহ কুকুর ছানাদের পিটিয়ে খুন, দেখুন এক্সক্লুসিভ ফুটেজ


 জানা গিয়েছে, কালি পুজোর সময় এলাকা থেকে প্রচুর বাজি বাজেয়াপ্ত হয়। তা রাখা ছিল থানার মালঘরে। রবিবার  সন্ধেয় দুই পুলিস কর্মী দিব্যেন্দু আচার্য ও আশিস দাস তা পরিষ্কার করছিলেন।  আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা থানা চত্বর। অন্যান্য পুলিস কর্মীরা প্রথমে বুঝে উঠতে পারেননি। আকস্মিকতার ঘোর কাটিয়ে তাঁরা ভিতরে উঠে দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছটফট করছেন দিব্যেন্দু ও আশিস।


ফোনে আশ্বাস মুখ্যমন্ত্রীর, কথোপকথন তুলে ধরে প্রশংসা শ্রীজাতর


শরীরের একাংশ ঝলসে গিয়েছে তাঁদের। উদ্ধার করে প্রথমে দাঁতন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের দুজনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।