নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারের দুটি প্রকল্প বিশ্বমঞ্চে পুরস্কৃত হল। পুরস্কার পাওয়া দুটি প্রকল্পের মধ্যে একটি উত্কর্ষ বাংলা ও সবুজ সাথী। বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট করে এই খবর দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ওই পোস্টে তিনি জানিয়েছেন, ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির তরফে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই সংগঠনটি রাষ্ট্রসংঘ স্বীকৃত।


আরও পড়ুন: সেনার পোশাক-টুপিতে বীরপাড়ায় ভোটকেন্দ্রে রাজ্য পুলিস!


মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেন। তার মধ্যে কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসংঘে পুরস্কৃত হয়েছে। এবার পুরস্কার পেল আরও দুই প্রকল্প।


মুখ্যমন্ত্রী লিখেছেন, ১৮টি বিভাগে ১০৬২টি মনোনয়ন জমা পড়েছিল। তার মধ্যে ক্যাপাসিটি বিল্ডিং ক্যাটাগরিতে সেরার শিরোপা পেয়েছে উত্কর্ষ বাংলা। আর আইসিটি অ্যাপ্লিকেশন, গভর্নমেন্ট বিভাগে প্রথমে পাঁচে জায়গা পেয়েছে সবুজ সাথী।



মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্কর্ষ বাংলায় প্রশিক্ষণ দেওয়া হয় তরুণ-তরুণীদের। এর ফলে প্রতি বছর ৬ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়। অন্যদিকে সবুজ সাথী প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সাইকেল দেওয়া হয়। এখনও পর্যন্ত ওই প্রকল্পে ১ কোটি সাইকেল বিলি করা হয়েছে।


আরও পড়ুন: বক্সিরহাটে ছাপ্পা, দিনহাটায় ভোট করিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


এর আগে সবাইকে পিছনে ফেলে রাষ্ট্রসংঘের জন পরিষেবায় রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প পুরস্কৃত হয়েছিল। পাবলিক সার্ভিস ফোরামের মঞ্চে সেরার শিরোপা পেয়েছিল রাজ্য। ৬৩টি দেশের ৫৫২টি প্রকল্পের মধ্যে লড়াই করে সেরা হয়েছিল কন্যাশ্রী।