পিছিয়ে দেওয়া হয়েছে UGC-NET 2020, দাবি তৃণমূলের
প্রসঙ্গত, দুর্গাপুজোর মধ্যে নেট পরীক্ষার দিন ঘোষণা হওয়ায় সরব হয় তৃণমূল। দিন বদলের দাবি তুলে সংসদেও সরব হন তৃণমূল সাংসদরা।
নিজস্ব প্রতিবেদন: পূর্বসূচি অনুযায়ী আগামী ২১, ২২, ২৩ অক্টোবর অর্থাৎ পুজোর সময় হচ্ছে না UGC-NET 2020 পরীক্ষা। তৃণমূলের দাবি, তাঁদের আবেদনে সাড়া দিয়েই নেট পরীক্ষা স্থগিতের ঘোষণা করেছে কেন্দ্র। সূত্রের খবর, তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে ইতিমধ্যে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: 'বিশ্বভারতীতে সেক্স র্যাকেট'! বিতর্কিত মন্তব্য ঘিরে নারদ-নারদ বিজেপিরই ২ নেতৃত্ব
প্রসঙ্গত, দুর্গাপুজোর মধ্যে নেট পরীক্ষার দিন ঘোষণা হওয়ায় সরব হয় তৃণমূল। দিন বদলের দাবি তুলে সংসদেও সরব হন তৃণমূল সাংসদরা। পাশাপাশি দুর্গাপুজোর মধ্যে UGC-NET 2020 পরীক্ষার সূচি বদলানোর আর্জি জানিয়ে NTA-এ কে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। শুধু তাই নয়, নিজের টুইটারে এ বিষয়ে সরব হয়েছেন তৃণমূলের যুব নেতা অভিষেণ বন্দ্যোপাধ্যায়ও। যদিও পরীক্ষা বদল নিয়ে অফিসিয়ালি কিছু জানায়নি NTA (ন্যাশনাল টেস্টিং এজেন্সি)সূত্রের খবর, চূড়ান্ত তারিখ ঠিক করার পর তা জানিয়ে দেবে NTA।