নিজস্ব প্রতিবেদন: পূর্বসূচি অনুযায়ী আগামী ২১, ২২, ২৩ অক্টোবর অর্থাৎ পুজোর সময় হচ্ছে না UGC-NET 2020 পরীক্ষা। তৃণমূলের দাবি, তাঁদের আবেদনে সাড়া দিয়েই নেট পরীক্ষা স্থগিতের ঘোষণা করেছে কেন্দ্র। সূত্রের খবর, তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে ইতিমধ্যে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  'বিশ্বভারতীতে সেক্স র‍্যাকেট'! বিতর্কিত মন্তব্য ঘিরে নারদ-নারদ বিজেপিরই ২ নেতৃত্ব


প্রসঙ্গত, দুর্গাপুজোর মধ্যে নেট পরীক্ষার দিন ঘোষণা হওয়ায় সরব হয় তৃণমূল। দিন বদলের দাবি তুলে সংসদেও সরব হন তৃণমূল সাংসদরা। পাশাপাশি দুর্গাপুজোর মধ্যে UGC-NET 2020 পরীক্ষার সূচি বদলানোর আর্জি জানিয়ে NTA-এ কে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। শুধু তাই নয়, নিজের টুইটারে এ বিষয়ে সরব হয়েছেন তৃণমূলের যুব নেতা অভিষেণ বন্দ্যোপাধ্যায়ও।  যদিও পরীক্ষা বদল নিয়ে অফিসিয়ালি কিছু জানায়নি NTA (ন্যাশনাল টেস্টিং এজেন্সি)সূত্রের খবর, চূড়ান্ত তারিখ ঠিক করার পর তা জানিয়ে দেবে NTA।