নিজস্ব প্রতিবেদন : বাবা, মাকে হারিয়ে যার উপরই সবচেয়ে ভরসা করেছিল, সুযোগ বুঝে সে-ই হয়ে উঠল ভক্ষক। অনাথ ভাইঝির শ্লীলতাহানি করার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। অভিযুক্ত কাকাকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি বর্ধমানের রানিগঞ্জের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বছরখানেক আগে বাবা-মাকে হারিয়েছে নির্যাতিতা কিশোরী। তারপর থেকে রানিগঞ্জের চাঁপুই গ্রামে কাকার বাড়িতেই থাকত ওই কিশোরী। বাড়িতে ছিলেন কাকার স্ত্রী ও এক ছেলে। দিন কয়েক হল, চাকরির পরীক্ষা দিতে বিহারে গেছে কাকার ছেলে। খুড়তুতো ভাইয়ের সঙ্গেই বিহারে গেছে ওই কিশোরীর কাকিমাও।


আরও পড়ুন, চ্যাংড়াবান্ধায় স্কুলের মধ্যে শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত


অভিযোগ, সেই সুযোগে ফাঁকা বাড়িতে ওই কিশোরীর শ্লীলতাহানি করে কাকা। শারীরিক নির্যাতন চালানো হয় ওই কিশোরীর উপর। ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিস। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত কাকা।