চ্যাংড়াবান্ধায় স্কুলের মধ্যে শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত
কোচবিহারের চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়ে ঢুকে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার হল অভিযুক্ত। সোমবার ২৪ ঘণ্টায় স্কুলের মধ্যে শ্লীলতাহানির ছবি প্রকাশিত হওয়ার পরই তোলপাড় শুরু হয়ে যায় সব মহলে। এই ঘটনায় উপযুক্ত তদন্তের আশ্বাস দেন চ্যাংড়াবান্ধার বিডিও। এরপর বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হল।
নিজস্ব প্রতিবেদন : কোচবিহারের চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়ে ঢুকে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার হল অভিযুক্ত। সোমবার ২৪ ঘণ্টায় স্কুলের মধ্যে শ্লীলতাহানির ছবি প্রকাশিত হওয়ার পরই তোলপাড় শুরু হয়ে যায় সব মহলে। এই ঘটনায় উপযুক্ত তদন্তের আশ্বাস দেন চ্যাংড়াবান্ধার বিডিও। এরপর বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হল।
স্থানীয়দের অভিযোগ, স্কুলের মধ্যে বহিরাগতদের আনাগোনা নিত্য ঘটনা। মাঝে মাঝেই স্কুলের মধ্যে ঢুকে ছাত্রীদের উত্যক্ত করে দুষ্কৃতীরা। কিন্তু বার বার অভিযোগ জানানো সত্ত্বেও স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয় না।
বহিরাগতদের হাতে স্কুলছাত্রী নিগৃহীত হওয়ার সেই ভয়ঙ্কর ছবি ধরাও পড়ে ক্যামেরায়। যেখানে দেখা যায়, স্কুলের পোশাকে এক ছাত্রীর হাত ধরে টানাহ্যাচড়া করছে এক যুবক। শুধু তাই নয়, ছাত্রীকে জড়িয়ে ধরে সেলফি তুলে শ্লীলতাহানির ঘটনা ক্যামেরাবন্দি করারও চেষ্টা করছে এক বহিরাগত যুবক।
ঘটনার কথা ২৪ ঘণ্টার কাছ থেকে জানার পরই উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন চ্যাংড়াবান্ধার বিডিও। আরও পড়ুন, স্কুলের মধ্যে শ্লীলতাহানি, ছাত্রীকে জড়িয়ে ধরে সেলফি তোলার চেষ্টা যুবকের