নিজস্ব প্রতিবেদন:  বেহুঁশ দুই ট্রেন যাত্রী উদ্ধার হল বর্ধমান স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সদ্যোজাতর মৃত্যু ঘিরে ধুন্ধুমার সুপার স্পেশালিটি হাসপাতালে!


  বৃহস্পতিবার  আপ কবিগুরু এক্সপ্রেসের জেনারেল বগি থেকে দুই বেহুঁশ যাত্রীকে ট্রেনের অন্য যাত্রীরা প্লাটফর্মে  নামিয়ে দেন।  বর্ধমান স্টেশনের জিআরপি তাদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।  দুই বেহুঁশ যাত্রীর একজনের বয়স আনুমানিক ৬৫ আর  অন্যজনের বয়স আনুমানিক ১১ বছর।


আরও পড়ুন: মালয়েশিয়ায় পুলিসের জাল থেকে বাংলার শ্রমিককে ফেরানোর উদ্যোগ


তাঁদের কাছ থেকে রেল পুলিশ যে টিকিট উদ্ধার করেছে, তা দেখে পুলিশের অনুমান তারা হাওড়ার নলপুর থেকে শান্তিনিকেতন যাচ্ছিল।মাদকাসক্ত দুই বেহুঁশ যাত্রীকে ট্রেন থেকে উদ্ধারের ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল।  দুই যাত্রীর কাছ থেকে কী কী লুঠ হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে।