নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে(UP Assembly Election 2022) বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এখনওপর্যন্ত পাওয়া প্রবণতা অনুযায়ী বিজেপি পেতে চলেছে ২৬৪ আসন। অন্যদিকে,সপার ঝুলিতে যাচ্ছে ১৩৪ আসন। এবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশের হয়ে প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাকেই কটাক্ষ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাংগঠনিক পার্টি অফিসে কর্মী সম্মেলনে এসে উত্তরপ্রদেশে নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, দিদিমনি উত্তরপ্রদেশে নির্বাচনে ওখানে গিয়ে ছিলেন। হাথরাসের গল্প বলেছিলেন। সেই জায়গায় বিজেপি এগিয়ে আছে।  এখান থেকে দিদিমণি গিয়ে উল্টোপাল্টা হিন্দি বলে অখিলেশের দোকান বন্ধ করে দিয়েছেন। পাঞ্জাবে প্রথমবার বিজেপির নেতৃত্ব নির্বাচনে লড়াই হয়েছিল। মানুষ ভোট দিয়েছেন। আমরা কয়েকটা সিট পাব। কংগ্রেস ওখানে এত দিন রাজত্ব করেছে। পারিবারিক রাজনীতি করেছে। বারবার মুখ্যমন্ত্রী বদল করেছে। মূল সমস্যাগুলো সমাধান করেনি। তাই সাধারন মানুষ দিল্লিতে যেভাবে এক্সপেরিমেন্ট করেছে। একবার আপ-কে দিয়ে এক্সপেরিমেন্ট করছে। আমার মনে হয় কংগ্রেসের যে ট্রেডিশনাল পলিটিক্স। পরিবারবাদ সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ভারতবর্ষের যত দুর্নীতি, বিচ্ছিন্নতাবাদের জন্ম দিয়েছে কংগ্রেস।


উল্লেখ্য, ২০১৭ বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপি দখল করেছিল ২৬১ আসন। সপা পেয়েছিল ১৩৭ আসন। সেই দিক থেকে দেখতে গেল এখনও পর্যন্ত খুব একটা খারাপ অবস্থায় নেই অখিলেশ যাদব। সকালের দিকে গণনা শুরু হতেই হু হু করে এগিয়ে যায় বিজেপি। এরপর বেলা বাড়তেই বিজেপিতে দাঁড় করিয়ে রেখে খানিকটা এগিয়ে গিয়েছে সমাজবাদী পার্টি।


গোয়ার নির্বাচন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, হাওয়াতে উড়ে গিয়ে কেউ যদি টাকা-পয়সা খরচ করেন, লোক ভাড়া করে যদি মনে করেন পার্টি দাঁড়িয়ে যাবে সেটা সম্ভব নয়। ত্রিপুরাতে আমরা দেখেছি এখান থেকে টাকাপয়সা, নেতা, লোকজন সব নিয়ে গিয়ে ওখানে চেষ্টা হয়েছিল। কিন্তু কোন লাভ হয়নি। গোয়াতে তৃণমূলেরই সহযোগী পার্টি ৪-৫টি সিটে এগিয়ে রয়েছে। যদি বাই চান্স ছিটকে গিয়ে ওদের হাতে একটা সিট পড়ে তাহলে খুশি হবেন ওঁরা। 


পাশাপাশি তিনি জয়প্রকাশ মজুমদার এর তৃণমূলে যোগদান প্রসঙ্গে বলেন,এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। যে আমাদের পাটিতে এসেছে তার যোগ্যতা অনুযায়ী তাকে আমরা সম্মান দিয়েছি, জায়গা দিয়েছি,পদ দিয়েছি। উনি ডিসিশন নিয়েছেন কোথায় যাবেন। দল যেভাবে উনাকে সম্মান দিয়ে রেখেছিল উনি এটা ঠিক করেননি।


আরও পড়ুন-আপ-র ঝাড়ুতে প্রায় সাফ কংগ্রেস, পৃথক দল করেও হারলেন ক্য়াপ্টেন অমরিন্দর সিং


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)