নিজস্ব প্রতিবেদন: ধীরে ধীরে চা-বাগানগুলিতেও শুরু হচ্ছে করোনা টিকাকরণের কাজ। এবার টিকা দেওয়া শুরু হল বাগরাকোট পঞ্চায়েত এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশ জুড়ে করোনা (corona) সংক্রমণের দ্বিতীয় ঢেউ। দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। চা-বাগান (tea-garden) এলাকায় আতঙ্ক আরও বেড়েছে। কারণ, শ্রমিকেরা চা-বাগান এলাকায় এক সঙ্গে কাজ করে থাকেন। তাই বিভিন্ন চা-বাগানে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দ্রুত শুরু হয়েছে ভ্যাকসিন দেওয়ার কাজ।


আরও পড়ুন: করোনায় ধুঁকছে রাজ্য, মোকাবিলায় তড়িঘড়ি একাধিক জরুরি ব্যবস্থা প্রশাসনের


মঙ্গলবার মালবাজার (malbazar) মহকুমার ওয়াসাবাড়ি চা-বাগানে শ্রমিকদের টিকা দেওয়া হল। এদিন প্রায় ৬০০ শ্রমিককে টিকা দেওয়া হবে বলে সকালে জানিয়েছিলেন ওয়াসাবাড়ি চা-বাগানের ম্যানেজার। বাগানের ম্যানেজার রাজকুমার মণ্ডল বলেন, যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে আমরা চিন্তিত। সেই কারণে আমরা ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রিয়াঙ্কু জানাকে চা-বাগানে টিকা দেওয়ার কথা জানাই। অবশেষে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে চা-বাগানের হাসপাতালে শুরু হয়েছে শ্রমিকদের টিকাকরণ।


ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রিয়াঙ্কু এ ব্যাপারে জানান,  একে একে আমরা সমস্ত চা-বাগানেই টিকা দেওয়ার কাজ শুরু করছি। ইতিমধ্যে মাল ব্লকের ৬-৭ টি বাগানে টিকা দেওয়ার কাজ শেষ হয়েছে। পাশাপাশি ব্লক স্বাস্থ্য কেন্দ্রেও প্রতিদিন টিকা দেওয়ার কাজ চলছে। টিকা নিয়ে খুশি চা শ্রমিকেরা। 


শেষ পর্যন্ত অবশ্য ৬০০ জন চা-শ্রমিককে টিকা দেওয়া সম্ভবপর হয়নি। এদিন ৪০০ জনের টিকাকরণ (Vaccination) হয়েছে। 


আরও পড়ুন: WB Assembly Election 2021: 'পর ভোলানো, ঘর জ্বালানো', ভ্যাকসিন সঙ্কটে Modi-কে তোপ Mamata-র