এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল
ওয়েব ডেস্ক: রোদ উঠেছে। জল সামান্য নেমেছে। তবে এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল। জলের সঙ্গে এখনও ঘর করছেন এখানকার বাসিন্দারা। গত কয়েকদিন ঝাড়খণ্ড আর রাজ্যের বৃষ্টির জেরে ব্যারাজগুলি থেকে জল ছাড়া হয়েছে। নদী উপচে সেই জলই এখন এলাকায়। জমা জল যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের। নদীগুলি যতক্ষণ না স্বাভাবিক হবে, ততক্ষণ জল পুরোপুরি কমার কোনও লক্ষণ নেই। বুঝতে পারছেন বাসিন্দারা। এদিকে ঘরের রসদও কমে আসছে। এখন ভরসা একমাত্র সরকারি ত্রাণ। জলের তোড়ে বহু রাস্তা ভেঙেছে। বহু রাস্তা আবার এখনও জলমগ্ন। তাই কোথাও কোথাও বাস বা গাড়ি চললেও যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। জলের তলায় চলে গিয়েছে বিঘের পর বিঘে চাষের জমি। প্রবল ক্ষতির আশঙ্কা করছেন বাসিন্দারা।