নিজস্ব প্রতিবেদন: "উত্তরপ্রদেশের সরকারের উপর ভরসা রাখুন, দলিতদের পাশেই আছে সরকার।" কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে হাথরস প্রসঙ্গে বললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায়। শুক্রবার হাথরস ঢোকার পথেই তৃণমূল প্রতিনিধি দলকে আটকানো নিয়ে তৃণমূলকেই একহাত নিলেন মুকুল। বললেন, "সারা পশ্চিমবঙ্গে দেখেছি রাজনৈতিক দল গেলে কীভাবে আটকানো হয়। অতএব এটা নতুন কিছু নয়।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  রেল কেলেঙ্কারি মামলায় চার্জশিট কলকাতা পুলিসের, নাম নেই মুকুলের


হাথরসের ঘটনায় বিরোধীদের আন্দোলন নিয়ে তিনি বলেন, "দলিত স্তরে কোনও অন্যায় অত্যাচার হলে ভারতীয় জনতা পার্টি আছে। অপেক্ষা করুন, উত্তরপ্রদেশের সরকার প্রতি আস্থা রাখুন। দেখবেন কী ব্যবস্থা নেওয়া হয়।"


পশ্চিমবঙ্গের নির্বাচনের দায়িত্ব তার কাঁধে দেওয়া জল্পনা চলছে। এদিন সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন মুকুল রায়। বলেন, "এরকম কোনও ব্যাপার নেই। যাঁরা বলছেন তাঁরা না জেনে বলছেন। আমি ভারতীয় জনতা পার্টির সহ সভাপতি, সারা ভারতে নির্বাচন হলে যে দায়-দায়িত্ব থাকে এটাও সেরকমই।"